• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪৮:৫০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪৮:৫০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হারানো টাকা পুলিশের মাধ্যমে ফেরত

মানিকগঞ্জ প্রতিনিধি: তিন দিন পর হারানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৫)। পুলিশ তার ব্যাগসহ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করে মঙ্গলবার বিকালে তার কাছে হস্তান্তর করেছে। তবে এখনও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।ঘটনার শুরু ২৬ এপ্রিল সকাল ৮টায়। ওই দিন উত্তরা থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ীর নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিল একটি কালো রঙের ব্যাগ, যাতে রাখা ছিল ২ লাখ ৩৫ হাজার টাকা। ফেরিঘাট এলাকায় পৌঁছে তিনি দেখেন ব্যাগটি মোটরসাইকেল থেকে পড়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাকা হারানোর বিষয়টি জানেন।এদিকে, একই দিন ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া ব্রিজ এলাকায় সড়কের পাশে পড়ে থাকা ওই কালো ব্যাগটি দেখতে পান একটি পল্লীসেবা গাড়ির চালক মানিক মিয়া। তিনি ব্যাগটি গাড়িতে তুলে নেন। পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক নারী ব্যাগটি নিজের দাবি করেন। কিছুক্ষণের মধ্যেই দুই ব্যক্তি এসে ভয়ভীতি দেখিয়ে ব্যাগটি নিয়ে চলে যায়। গাড়ির হেলপার বিষয়টি পুলিশকে জানায়।মনিরুল ইসলাম বলেন, পুলিশ তৎপর হয়ে ছয় ঘণ্টার মধ্যে টাকাসহ ব্যাগ উদ্ধার করে। টাকাসহ ব্যাগ উদ্ধারের ছবি ফেসবুকে দেখে মনিরুল ইসলামের স্বজনরা তাকে জানান। এরপর তিনি থানায় গিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন এবং উদ্ধারকৃত অর্থ বুঝে নেন। আমি মানিকগঞ্জ সদর থানার ওসি, স্থানীয় সাংবাদিক, ড্রাইভার ও শ্রমিকদলের সভাপতিসহ সবাইকে ধন্যবাদ জানাই।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে ছয় ঘণ্টার মধ্যে টাকাসহ ব্যাগ উদ্ধার করে। মোট ২ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।