• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ১১:৫৩:০২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

মদনপুরে নারী শ্রমিকের মৃত্যু, ক্ষোভে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত লারিজ ফ্যাশন লিমিটেড কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।৩ নভেম্বর সোমবার সকালে সহকর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।নিহত শ্রমিকের নাম রিনা (৩০), তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।জানা গেছে, রোববার রাতে (২ নভেম্বর) কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীদের দাবি, রিনা অসুস্থ হয়ে পড়ার পর ছুটি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তাকে কাজ চালিয়ে যেতে বাধ্য করে। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা কারখানার সামনে জড়ো হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।কারখানা কর্তৃপক্ষ জানায়, রিনা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দাফন-কাফনের সব দায়িত্ব নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ অবহেলা করেছে এবং মৃত্যুর ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করছে।খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অফিসিয়াল তদন্ত শুরু হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে শ্রমিকদের দাবি, দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান