• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ সকাল ০৬:২১:৫৩ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ সকাল ০৬:২১:৫৩ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলার কমিটি গঠন: সভাপতি মাহেব, সেক্রেটারি কাসেম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার সকাল ৯টায় বরিশাল শহরের লুৎফর রহমান সড়কের একটি মিলনায়তনে এ উপলক্ষে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি সাইয়েদ আহম্মেদ খান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।সভায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মেহেন্দিগঞ্জ উপজেলার চর বউডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহেব হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাবুগঞ্জ উপজেলার দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবুল কাসেম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বাকেরগঞ্জ উপজেলার প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক নিরু (গৌরনদী), সহ-সভাপতি জাহাঙ্গীর কবির (উজিরপুর), মিজানুর রহমান (বাবুগঞ্জ), সহ-সম্পাদক মো. আবু হানিফ (হিজলা), মনিরুজ্জামান (বানারীপাড়া), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম (বাবুগঞ্জ), কোষাধ্যক্ষ আ. ছালাম (গৌরনদী), অফিস সম্পাদক রবিউল কাওসার (বাকেরগঞ্জ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদাউস রুমেল (কাজিরহাট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (মুলাদী), সমাজকল্যাণ সম্পাদক রুস্তম আলী সেরনিয়াবাত (আগৈলঝাড়া) এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মুলাদী)।এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা সহ-সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান