বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ আটক ২
বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ৫নং রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ এয়ারপোর্ট মোড় থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন উজিরপুরের বাহেরঘাটের নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো. এনায়েত হাওলাদার(৩০), ঢাকার দক্ষিণ খানের দক্ষিণপাড়ার মৃত আ. মতিনের ছেলে মো. সানাউল্লাহ ওরফে সামি(৩১)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ৫নং রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।