• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:৫৪:৪১ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:৫৪:৪১ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

স্থানীয় সরকার দিবস উপলক্ষে সৈয়দপুরে ফুটবল টুর্নামেন্ট

নীলফামারী প্রতিনিধি: জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় সৈয়দপুর পৌর এলাকায় ফাইভ স্টার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।উপজেলা পরিষদ পৌরসভা বনাম ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদ সৈয়দপুর পৌরসভাকে ৩-০ গোলে পরাজিত করে ইউনিয়ন পরিষদ।এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা, পৌরসভার প্যালেন মেয়র, মহিলা কাউন্সিলর, কাউন্সিলর, ও পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, সচিব ও সদস্যবৃন্দ প্রমুখ।

ASIAN TV