পিরোজপুরে খাল থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলায় নিখোঁজ থাকার প্রায় দুই সপ্তাহ পর এক বাকপ্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কৃষকের নাম মারুফ শিকদার (২৭)। তিনি সদর উপজেলার রায়েরকাঠি এলাকার বাসিন্দা শাহেদ শিকদারের ছেলে। নিহত মারুফ পেশায় কৃষক এবং একজন বাকপ্রতিবন্ধী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে রাখা হলেও পরে স্বজনরা এসে শনাক্ত করেন।নিহতের পরিবার জানায়, গত ২৩ ডিসেম্বর রাত থেকে মারুফ শিকদার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন ২৪ ডিসেম্বর তার বাবা শাহেদ শিকদার পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।মারুফ শিকদারের স্ত্রী ও দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বাকপ্রতিবন্ধী এই কৃষকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ‘মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’