• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই চৈত্র ১৪২৯ রাত ০১:০০:৫৪ (21-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

‘বিপথগামীতা থেকে রক্ষা পেতে হক্কানী ওলীর সোহবত লাভ করতে হবে’

মো: আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা) বরিশাল ব্যুরো : আমীরে হিযবুল্লাহ মুজাদ্দিদে যামান ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.) বলেছেন, ইসলামে আত্মশুদ্ধি অর্জন করা অতীব জরুরী। আমাদের শরীর অসুস্থ হয়ে পড়লে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ঠিক তদ্রুপ অন্তরের রোগ সমূহ যেমন- ক্রোধ, লোভ-লালসা, মোহ, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা ইত্যাদি রোগের চিকিৎসার প্রয়োজন হয়। অন্তরের সেই সকল রোগের জন্য একজন রূহানী ডাক্তারের শরণাপন্ন হয়ে তার নির্দেশমত জীবন পরিচালনা কারার প্রয়োজন হয়। অন্যথায় বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিপথগামীতার হাত থেকে রক্ষা পেতে হলে হক্কানী ওলীদের সোহবত লাভ করতে হবে। তারা বিভিন্নমূখী আমলের প্রতি মানুষকে উদ্ধুদ্ধ করে, তা পালনের প্রতি উৎসাহ প্রদান করেন; যাতে করে পথহারা মানুষগণ সঠিক পথের দিশা পেয়ে থাকেন।পীর ছাহেব কেবলা আরও বলেন, বর্তমানে শিক্ষাব্যবস্থার যে অবস্থা তাতে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই শিক্ষাব্যবস্থা করূণ অবস্থা থেকে পুনরুদ্ধার করতে হলে সর্বত্র দ্বীনী মাদ্রাসা প্রতিষ্ঠা ও সন্তানদিগকে এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম, শায়খুল মাশায়েখ শাহ্সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহঃ)-এর ৭১তম ও মুজাদ্দিদে যামান, কুত্ববুল আলম শাহ্সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)-এর ৩৩তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের শেষদিন ভোররাতে হাজার হাজার মুসুল্লিদেরকে নসীহত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।রাত ১২ টা থেকে শুরু হওয়া শেষ অধিবেশনে ক্বেরাত, হামদ-না’ত, মর্ছিয়া, কাসীদা, মীলাদ-ক্বিয়াম চলমান থাকে প্রায় রাত সাড়ে চারটা পর্যন্ত। পরিশেষে তবারক বিতরণ ও মুনাজাতের মাধ্যমে ফজরের আগমূহুর্তে মুনাজাত শুরু হয়, এতে গভীর রাতে হাজার হাজার মুসুল্লির আমীন আমীন ধ্বনীতে ও কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। সে এক অভূপূর্বদৃশ্য।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV