মানিকগঞ্জের যুবলীগের আহ্বায়ক রাজাকে জেলহাজতে প্রেরণ, আদালত প্রাঙ্গণে উত্তেজনা
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণের সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে ছাত্র জনতার একাংশ প্রতিবাদ জানায়। এ সময় ২০ মিনিট ধরে প্রিজন ভ্যান আটকে রাখে।২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মানিকগঞ্জ সদর থানা হতে পুলিশ প্রহরায় আব্দুর রাজ্জাক রাজাকে আদালতে নিয়ে আসা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, আদালত হতে জেল হাজতে প্রেরণের সময় ছাত্র জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে ছাত্র-জনতার পুলিশের প্রিজন ভ্যান ২০ মিনিট আটকে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে আব্দুর রাজ্জাক রাজাকে জেলহাজতে প্রেরণ করা হয়।এর আগে, গতকাল রাত ১১টার মিনিটে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে থেকে মানিকগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা, জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ তিনটি মামলা রয়েছে।