• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:০১:৫০ (21-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:০১:৫০ (21-Mar-2025)
  • - ৩৩° সে:

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পলাশে মানববন্ধন

পলাশ(নরসিংদী) প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের বিচারের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।১৯ মার্চ বুধবার দুপুরে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, মেজবাহ উদ্দিন, শিতল চন্দ্র দে, কলেজ শিক্ষার্থী সাদিয়া ও তৌহিদ রহমান প্রমুখ।এসময় বক্তারা বলেন, দেশে সম্প্রতি যে হারে নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে তা অত্যন্ত দু:খজনক। আমরা দ্রুত প্রতিটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত করে বিচার নিশ্চিত করাসহ ধর্ষণকারীদের সর্বোচ্ছ শাস্তির দাবি জানাচ্ছি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান