• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৬:৩৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৬:৩৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি: ‘সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় পরিবেশ অধিদফতরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ফারুক হোসেন, জয়পুরহাট আধুনিক হাসপাতালের আরএমও ডা. শহীদ হোসেন, বিসিকের উপ-পরিচালক লিটন চন্দ্র ঘোষ, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।এ সময় বক্তারা বলেন, শব্দ দূষণ রোধে সকল পর্যায়ের মানুষদের আগে সচেতন হতে হবে। ৬০ ডিসিবলের বেশি শব্দ হলে তা দূষণের আওতায় পরে। বিশেষ করে এই মাত্রার শব্দ শিশুদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে। শব্দ দূষনের বিভিন্ন ক্ষতিকারক দিক ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে শব্দ দূষণ পরিহারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান