• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ রাত ০২:০৩:০৯ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

‎তালায় নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে মৃত্যু ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে মো. রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টায় বালিয়া-সোনাতোনকাটি খেয়ায়াটে এ ঘটনা ঘটে। নিহত রবিউল পাইকগাছা উপজেলার মটবাটী গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে। ‎‎জানা যায়, পাইকগাছা উপজেলার মটবাটী গ্রামের রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ তালার মাগুরায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। পারিবারিক কাজে মটবাটী যাওয়ার সময় নদী পারাপারের সময় নৌকা থেকে কপোতাক্ষ নদের মাঝ বরাবর পড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ‎‎খেশরা ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, খেয়া পারাপারের সময় আমরা খেয়াঘাটে বসে ছিলাম। নৌকায় মাত্র ৪ জন লোক ছিলো। আমরা খোঁজ নিয়ে জেনেছি, লোকটির মৃর্গী রোগ ছিলো। নদী পারাপারের সময় তার এই রোগের লক্ষণ দেখা দিলে সে নদীর মাঝখানে পড়ে যায়।ঘটনার পরপরই তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার পুনরায় উদ্ধার কার্যক্রম চলবে।‎তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করে ও ডুবুরি নামিয়েও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।