সাতক্ষীরার শ্যামনগরে মৎস্যঘের থেকে মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগরে মৎস্যঘের হতে বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।২৪ মার্চ শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই ) সেলিম এলাকার মজিদ গাজীর মৎস্যঘের হতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে মৃত ছাত্তার গাজীর ছেলে।শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।