• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:৩৫:১০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:৩৫:১০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

বান্দরবানের ২ উপ‌জেলার ৬৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু

বান্দরবান প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের সদর ও আলীকদম এই ২ উপ‌জেলার ৬৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে‌ছে।আজ ৮ মে বুধবার সকা‌লে ভোট কেন্দ্র ঘু‌রে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য জানা যায়।স‌রেজ‌মি‌নে বান্দরবান সরকারি ক‌লেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থে‌কে ভোটাররা লাইনে দাঁ‌ড়ি‌য়ে ভোট প্রদান শুরু ক‌রছেন। তবে ভোটারের উপস্থিতি কম।সরকারি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়, শহর প্রাথ‌মিক বিদ‌্যালয়, রেইচা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, সুয়ালক উচ্চ বিদ‌্যালয়সহ বি‌ভিন্ন কেন্দ্র ঘু‌রে একই চিত্র দেখা গে‌ছে।নির্বাচন অফিসের তথ্য মতে, প্রথম ধা‌পে বান্দরবানের সদর ও আলীকদম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার সদ‌রে ২ জন এবং আলীকদ‌মে ২ জন চেয়ারম‌্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন।সদর উপজেলায় মোট ভোটার ৭১ হাজার ৪৪৪ জন। তার মধ্যে নারী ভোটার ৩৩ হাজার ৮৭৪ জন ও পুরুষ ভোটার ৩৭ হাজার ৫৭০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫টি এবং ভোট কক্ষ ১৬৯টি।আলীকদম উপজেলায় ভোটার ৩২ হাজার ৮০৬ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ২৮৫ জন ও পুরুষ ভোটার ১৬ হাজার ৫২১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১টি এবং ভোট কক্ষ ৯৪টি।দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা না থাকায় আলীকদমের একটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী জনবল ও সরঞ্জাম পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী মাঠে রয়েছেন সদরে ৭ জন এবং আলীকদমে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট কেন্দ্রগুলো‌তে পুলিশের পাশাপাশি আনসারসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মোতায়েন র‌য়ে‌ছেন।একই দিনে থানচি ও রোয়াংছড়িতে ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় ওই দুই উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান