সিলেটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যাচেষ্টা, প্রেমিকসহ স্ত্রীকে গণপিটুনি
সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় গভীর রাতে পরকীয়া প্রেমিককে নিয়ে প্রবাসী স্বামীকে হত্যার চেষ্টা করেছেন মনিরা বেগম নামের এক গৃহবধূ। এ ঘটনায় পরকীয়া প্রেমিকসহ ওই নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেফতার মনিরা বেগম উপজেলার হরিপুর গ্রামের আব্দুল্লাহের মেয়ে। তার প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী একই উপজেলার ঘাটেরচটি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।গুরুতর আহত ওমানপ্রবাসী স্বামীর নাম মিনহাজ উদ্দিন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে ফেরেন ওমানপ্রবাসী মিনহাজ উদ্দিন। বৃহস্পতিবার রাতে স্ত্রী মনিরাকে নিয়ে ঘুমাতে যান। কৌশলে স্বামীকে রাতে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে রাখেন স্ত্রী। এরপর রাতে প্রেমিক ফেরদৌসকে ডেকে আনেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে স্ত্রী মনিরাকে পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন মিনহাজ। এসময় তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয় মনিরা-ফেরদৌস এবং মিনহাজের হাত-পা বেঁধে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান মনিরা।এ সময় মিনহাজের গোঙানির শব্দ শুনে পাশের ঘর থেকে তার বাবা ও স্বজনেরা গিয়ে দরজায় ডাকতে থাকেন। তখন মনিরা দরজা খুলে দিলে মিনহাজের খোঁজ করেন তার বাবা। একপর্যায়ে তাকে কম্বল দিয়ে আড়াল করে মাটিকে শোয়ানো অবস্থায় দেখতে পান। কম্বলটি সরাতেই মিনহাজকে হাত-পা বাঁধা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে ঘরের ভেতর থেকে মনিরার প্রেমিক ফেরদৌসকে আটক করা হয়। স্থানীয়রা ফেরদৌসকে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে আহত মিনহাজের বাবা নুর মিয়া জৈন্তাপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, পরকীয়া প্রেমিককে নিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা চেষ্টা করেন মনিরা বেগম নামের ওই গৃহবধূ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।