• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৩:০২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৩:০২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বাগেরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সালাম ফকির (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে এক শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই ১০ বছরের শিশু স্থানীয় ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।অভিযুক্ত সালাম ফকির রামপাল উপজেলার ঘোষপাতিয়া ইউনিয়নের চন্দ্রখালী গ্রামের হাশেম ফকিরের ছেলে।ভুক্তভোগী ছাত্রী জানান, ‘আমি ছেপাড়া পড়ে বাড়িতে আসার সময় পার্শ্ববর্তী বাড়ির সালাম ফকির তার বাড়ির গেটের সামনে থেকে মাথার পিছনে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ি। এর পরে কী হয়েছে তা আমি বলতে পারবো না। জ্ঞান ফিরে দেখি আমি তার ঘরের খাটের নিচে। আমার হাত-পা বাঁধা।’এ বিষয়ে ভুক্তভোগীর নানী জানান, ‘২২ জুলাই সোমবার দুপুর দুইটার দিকে আমার নাতনী মক্তবে ছেপাড়া পড়ে বাড়ি ফিরছিলো। এ সময় সালাম ফকির আমার নাতনীকে মাথায় আঘাত করে তার ঘরে নিয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে, তার হাত-পা বেঁধে ঘরের খাটের নিচে রেখে দেয়। আমার মেয়ে ও জামাই চট্টগ্রামে গার্মেন্টে চাকরি করে। নাতনী আমাদের বাড়িতে থেকে পড়াশুনা করে।’তিনি জানান, ‘আমার নাতনী বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাই নাই। পরে আমার ফুফাতো বোন জানায়, তাকে সালাম ফকির তার বাড়িতে নিয়ে গেছে। এ সময় আমি আমার ফুফাতো বোনকে নিয়ে সালাম ফকিরের বাড়িতে আসি। আমি সালাম ফকিরের কাছে জানতে চাইলে সে কিছুই জানে না বলে আমাকে জানিয়ে দেয়। সে মাছ বিক্রির করবার কথা বলে ঘরের দরজা আটকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে পড়ে। সন্ধ্যা হয়ে আসলেও আমার নাতনীর কোনো সন্ধান পাই না। পরে সন্ধ্যা ৭টার দিকে সালাম ফকিরের ঘর থেকে আমার নাতনীর কান্নার আওয়াজ শুনতে পাই।’তিনি আরও বলেন, ‘আমি স্থানীয়দের জানালে সবাই উপস্থিত হয়। ঘর বন্ধ থাকায় কেউ ঘরের মধ্যে প্রবেশ না করে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত হয়ে আমার নাতনীকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় আমার নাতনীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান