• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:৪৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:৪৪ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে দোকান মালিকদের প্রায়  ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।২৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টা এবং সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিক্স ও প্লাস্টিক পণ্যসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।এ বিষয়ে রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল বলেন, আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণেরও দাবি জানান।এ বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আফতাব-ই আলম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। এ আগুন ঘণ্টাব্যাপী জ্বলেছিল। অনেক চেষ্টার পর আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান