• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৫:০৬ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৫:০৬ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ আটক ৫

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল থানার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় নারী-শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। ২৮ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের দীপপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), শ্রী তাপসী রানী রায় (২৮), শ্রী দীপ্ত চন্দ্র রায়, শ্রী তপু চন্দ্র রায় (১৯) এবং পাওলিনা হেম্রন। আটক ব্যক্তিরা দিনাজপুরের খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, আটকরা দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।তিনি বলেন, আটকদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান