• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৩১:৩৯ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৩১:৩৯ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সরকারের বিরুদ্ধে নয়: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমেরিকাসহ কোনো পশ্চিমা দেশ বর্তমান সরকারের বিরুদ্ধে নয়। বিএনপি ও তাদের দোসররা এ নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার করতে করতে তারা আজ আইসিইউতে আছে।২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের তেঘেরা স্কুলের নতুন ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে একথা বলেন প্রতিমন্ত্রী।এ সময় তিনি আরও বলেন, তারেক জিয়া একুশে আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়ে এখন লন্ডনে আছে। এরা হত্যাকারী হিসেবে আদালতে চিহ্নিত। এসব কর্মকান্ড বিএনপিকে আইসিইউতে পাঠিয়েছে। বিএনপি-জামায়াতের চক্র এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। তারা বাংলাদেশের কোনো উন্নয়ন করেনি। আমরা বাংলাদেশের উন্নয়ন ঘটিয়েছি। এই বাংলাদেশকে নিয়ে আর কোনো ষডযন্ত্র করতে দেওয়া হবে না।এ সময় সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, ফারাক্কাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV