• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১০:৫৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১০:৫৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় ৩ জনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

২ নভেম্বর ২০২৩ সকাল ০৯:২৬:৪৭

আশুলিয়ায় ৩ জনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে তিনজনকে গুলি করে হত্যা চেষ্টার প্রধান আসামি মো. তানজিল আহম্মেদ অশ্রু (৩০) নামের এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

১ নভেম্বর বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অশ্রু আশুলিয়ার কাঠগড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গত ২৫ অক্টোবর ডিশ ব্যবসার দ্বন্দ্ব সমাধানের কথা বলে অফিসে ডেকে নেয় গ্রেফতার অশ্রুসহ তার সহযোগীরা।  এসময় কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে অশ্রু।

এ ঘটনায় স্থানীয় ক্যাবল ব্যবসায়ী (ডিশ ব্যবসায়ী) মানিক সরকারসহ, শরিফ সরকার ও সাইদুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এ ব্যাপারে হত্যা চেষ্টার মামলা দায়ের হলে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামি আশুলিয়া কাঠগড়া এলাকার ডিশ ব্যবসায়ী সাইদুর রহমান, মানিক সরকার ও শরিফ সরকারদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাথাড়ী গুলি করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আসামি অশ্রু একটি হত্যামামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলে ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ