পারিবারিক কলহের জেরে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দিয়ে হত্যা করল ফুফু
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মিমকে পুকুরে ফেলে দেন ফুফু পপি আক্তার (২০)। আটকের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতকে এমন লোমহর্ষ ঘটনা জানান পপি আক্তার (২০)। এ সময় তার মা মরিয়ম বিবিও (৪৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৩ অক্টোবর বৃহস্পতিবার হত্যা মামলা হয়েছে। ঘটনাটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামে ঘটেছে।গত মঙ্গলবার ওই গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেনের চার মাসের মেয়ে মাহমুদা আক্তার মিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, নিহত শিশুর মা মিনারা আক্তারের সঙ্গে তার শাশুড়ি মরিয়ম বিবি ও ননদ পপি আক্তার পারিবারিক কলহ চলছিল।নিহত শিশুর মা মিনারা বেগম বলেন, মেয়েকে দুধ খাইয়ে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পরেন। এ সময় ননদ পপি আক্তার শিশু মীমকে বিছানা থেকে তুলে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। কাজের এক পর্যায়ে ঘরে এসে মেয়েকে না পেয়ে চিৎকার শুরু করেন মিনারা। এক পর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। মরিয়ম বিবি আদালতকে জানান, সকালে পপি আক্তার ছাড়া আর কোনো লোক ঘরে ছিল না। মীমকে পুকুরে ফেলার সময় পানির শব্দও শুনেছেন তিনি।