আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেছেন, ক্রীড়াঙ্গনের জৌলুশ আমরা হারিয়ে ফেলেছি। গত ১৬ বছরে স্বৈরাচারী সরকার দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠাকে ধ্বংস করেছে, ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরে দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করা হয়েছে।১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমিনুল হক বলেন, বর্তমানে ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের দোসরদেরই নতুনভাবে পুনর্বাসন করা হয়েছে। আমরা ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে দেশ স্বৈরাচার মুক্ত করলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গন এখনও স্বৈরাচার মুক্ত হয়নি।তিনি আরও বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনকে কখনো দলীয়করণ করেনি। সকল দলকে সাথে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে সাজিয়েছি। অথচ, গত ১৬ বছরে স্বৈরাচারী সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে।ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।