নরসিংদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মোছলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট রোববার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার কর হয়।নিহত মোছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ বছর আগে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে অলিউল্লার সঙ্গে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মোছলিমার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তান আছে। স্বামী প্রবাসে থাকে। বাড়িতে কেউ না থাকার কারণে মোছলিমা বাপের বাড়ি তেলিকান্দি মার সঙ্গে থাকতেন। শনিবার দুপুরে উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে বাপের বাড়ি থেকে বের হয় মোছলিমা। ডাক্তার দেখানো শেষে স্বামীর বাড়িতে থেকে যাবেন বলে মা মোর্শেদা বেগমকে বলেছিলেন। পরে মোর্শেদা বেগম মেয়েকে অনেক বার ফোন করে না পেয়ে রোববার সকালে মেয়ের শ্বশুর বাড়িতে এসে দেখেন বাড়ির কলারসিবল গেইট খোলা। পরে ঘরে গিয়ে দেখতে পান তার মেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করে। পরে তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মোছলিমার মরদেহ উদ্ধার করে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।