কালিয়াকৈরে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নির্দেশনায় কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্থগিত করা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। বক্তারা দাবি জানান, অতীতের ধারাবাহিকতায় এবারও সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।মানববন্ধনে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। ‘বৈষম্য চলবে না’ আমরা সমান নাগরিক, আমাদেরও অধিকার আছে’এমন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।বাউমান টালাবহ ক্রিয়েশন অ্যাকাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আদিবা ও মারিয়া বলেন, আমরা এই দেশের নাগরিক, আমাদেরও সমান অধিকার রয়েছে। অথচ এখন আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না এটা কেন?শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনির বলেন, গত বছরও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। তাহলে এ বছর তাদের বাদ দেওয়া কেন? সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।