• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৮:৫৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৮:৫৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

স্ত্রী ও শ্বাশুড়িকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর সফিপুর এলাকায় স্ত্রী ও শ্বাশুড়িকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্বামী মো. রাহিল রানা ওরফে তানভীর (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব।২০ অক্টোবর রোববার দুপুর আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।গ্রেফতার তানভীর টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।র‍্যাব কর্মকর্তা মো. মাহফুজুর জানান, টাঙ্গাইল সদরের বরুহা এলাকার তানভীরের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের মুকুল আলীর মেয়ে খাদিজার (ছদ্মনাম) বিয়ে হয়। তারা (স্বামী-স্ত্রী) কোনো কাজ করতেন না। খাদিজার মা সাহেরা বেগম (ছদ্মনাম) একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার কাজের কারণে মা-মেয়ে কালিয়াকৈরের উত্তর সফিপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর তাদের সঙ্গে থাকতেন না। এরই মধ্যে স্ত্রী তাকে তালাক দেন। তালাকের খবর পেয়ে তানভীর গত ১৬ অক্টোবর বুধবার রাতে ওই ভাড়া বাড়িতে যান তানভীর। এক পর্যায়ে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন ধরিয়ে ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে পালিয়ে যান। মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা বেগমকে মৃত ঘোষণা করেন। সাহেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও মারা যান।র‍্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ভিকটিম সাহেরার মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামী রাহিল রানা তানভীর গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় আত্মগোপনে ছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যায় জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বলেন, গ্রেফতার হওয়া আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান