• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:৪৩:২৬ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

কালিয়াকৈরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মোঃ মোরশেদ আলম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আজাদ শেখ (১৭) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার বেলাবহ ফসলি জমিতে এ ঘটনা ঘটে।নিহত আজাদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বনগ্রাম এলাকার আব্দুল হালিমের ছেলে। কালিয়াকৈরের হরিণহাটি মুন্সিরটেক এলাকায় মনিরের বাসায় ভাড়া থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা চালাতেন তিনি।এলাকাবাসী জানিয়েছে, আজাদ শেখ আট বছর আগে পরিবার নিয়ে গোবিন্দগঞ্জ থেকে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে উপজেলার মুন্সিরটেক এলাকায় মনিরের বাসা ভাড়া নিয়ে বাবা-মা, ভাই-বোন নিয়ে বসবাস করতেন।প্রতিদিনের মতো শনিবার আজাদ শেখ অটোরিকশা নিয়ে বের হন। দুপুরে খাবার শেষে অটোরিকশা নিয়ে বের হন তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাসায় না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় রোববার দুপুরে নিহত আজাদের ছবি ফেসবুকে ভাইরাল হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানতে পেরে আজাদের মরদেহ সনাক্ত করে তার পরিবার।নিহতের বড় ভাই রাজু শেখ জানান, শনিবার দুপুরে বাসা থেকে অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়। রাতে বাসায় না যাওয়ায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। রোববার দুপুরে তার ছবি ফেসবুকে ভাইরাল হয়।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান মুন্সী জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করা হবে।



দর্শনীয় স্থান

  • Test place

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV