টঙ্গীবাড়ীতে ২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: ২৩ বছর পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মিজান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান পাঠানকে গ্রেফতার করেছে র্যাব-১০। ১১ সেপ্টেম্বর সোমবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে উপজেলার হাটবালিগাও গ্রামের মৃত আইয়ুব আলী পাঠানের ছেলে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সহকারী সিনিয়র পুলিশ সুপার এম ফখরুল হাসানের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।তিনি জানান, গত ২৩ বছর পূর্বে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মিজান নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে আব্দুর রহমান পাঠান। এতে মিজানের পরিবার আব্দুর রহমান পাঠানের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আব্দুর রহমান বিদেশে পালিয়ে যায়। দীর্ঘ দিন পর দেশে ফিরে আসে।ইতোমধ্যে আদালত আব্দুর রহমান পাঠানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। আসামি পালিয়ে থাকায় গ্রেফতারের পর থেকে রায় কার্যকর হবে বলে আদেশ প্রদান করা হয়েছে। আদালতে যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণার বিষয়টি জানতে পেরে আসামি আব্দুর রহমান পাঠান আত্মগোপনে চলে যায়।