কবিতা: স্বাধীনতা
লক্ষ প্রাণের বিনিময়েপেয়েছি স্বাধীনতাভুলে যেওনা মাচিরতরে তোমার জমানো আছে যত ব্যাথা।টেনে নাও তুমি বুকের মাঝেতেদু'টি হাত বাড়িয়ে শান্তির একটু নিঃশ্বাস ফেলি তোমাকে জড়িয়ে।চেয়ে দেখ মা,পতপত করেউড়িছে পতাকাপৃথিবীকে আজ জানিয়ে দিয়েছিবাংলার সীমারেখা।ঘন সবুজের মাঝে জেগেছেসূর্য টকটকে লালজীবন বাজি রেখে অক্ষুন্ন রাখবোস্বাধীনতা চিরকাল।লেখক: মো. হেলাল উদ্দিন