যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে গেছে দলিলপত্র
যশোর প্রতিনিধি: যশোর রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনশ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র পুড়ে গেছে।১ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি লক্ষ করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই রেকর্ডরুমে সংরক্ষিত প্রায় তিনশ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।