• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই চৈত্র ১৪২৯ রাত ১২:৫০:২৫ (21-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

কাজিরহাটের আন্ধারমানিকে প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় মো. আলাল মল্লিক (৫০) নামের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে স্থানীয় বকাটেরা। বর্তমানে বৃদ্ধা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।আহত বৃদ্ধা উপজেলার আজিমপুর গ্রামের মো. সেকান্দার (সেকু) মল্লিকের ছেলে। আহতের বাবা বাদী হয়ে কাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা জানান, প্রায় সময়েই প্রতিবন্ধী বৃদ্ধার সয়াবিন ক্ষেতের ফসল ছাগল দিয়ে নষ্ট করে পাশের বাড়ির রুবেল সিকদার। রোববার ১২ মার্চ দুপুরে একই ভাবে প্রতিবন্ধীর জমিতে ছাগল ছেড়ে সয়াবিন খাওয়ায় রুবেলের ছেলে লিমন (১৭)। শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধার সাথে একপর্যায়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়।পরে লিমন সিকদার, ইমরান, রিয়াজ সিকদারসহ ১০/১২ জনে মিলে বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে ফেলে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে  হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে শারীরিক প্রতিবন্ধীর ভাই জালাল মল্লিক বলেন, বকাটেরা এতটাই ভয়ংকর যে এলাকার লোকজন ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। তারা আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যেই এ হামলা চালিয়েছে। ভাইকে বাঁচাতে গিয়ে আমার স্ত্রী ও আহত হয়েছে।কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. জুবাইর বলেন, সেকান্দার মল্লিক নামে এক লোক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনা স্থল প্রদর্শন করেন, এ এস আই জুয়েল ও এ এস আই আলী আহম্মেদ । তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



দর্শনীয় স্থান

  • tes

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV