কক্সবাজারের পোকখালীতে বজ্রপাতে যুবদল সদস্যের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও পোকখালীর গোমাতলীতে বজ্রপাতে মোহাম্মদ আবু তালেব (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।২৯ এপ্রিল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে গোমাতলী চরপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত আবু তালেব মৃত মোহাম্মদ ছৈয়দের ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হালকা বৃষ্টির সময় বাইরে কাজ করছিলেন আবু তালেব। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।