• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:১৩:৩৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:১৩:৩৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

টেকনাফের মাদক সম্রাট আজমতের কারণে দিনাজপুরের যুব সমাজ ধ্বংসের পথে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী থাকার পরও দুর্ধর্ষ টেকনাফের মাদক সম্রাট ও মাদকের বড় ডিলার আজমত আলীর ব্যাবস্যা বন্ধ হয়নি। গোপনে রাতের আঁধারে হাজার হাজার পিস ইয়াবার চালান এনে সয়লাভ করে দিচ্ছে এই সেই আজমত আলী।দিনাজপুরের হিলি, বগুড়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যাবস্যা বেড়েই চলছে, এভাবে ইয়াবা ব্যাবসায়ীদের নিকট হাজার হাজার পিস ইয়াবা পৌঁছি দিচ্ছে টেকনাফের মাদক সম্রাট আজমত আলী। সে দীর্ঘ দিন থেকে হাজার হাজার পিস ইয়াবার চালান এনে এসব এলাকায় সয়লাভ করে দিচ্ছে। এতে করে যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ধাপিত হচ্ছে।এমন কি ছোট বড়সহ সকল, যুবক কিশোর-কিশোরী এই ইয়াবা সেবনের কারণে একদিকে যুব-সমাজ ধ্বংস করতেছে, আর একদিকে ধ্বংস হচ্ছে অনেকের সংসার। ইয়াবা সেবনের কারণে অনেক সংসারে স্বামী-স্ত্রীর মাঝে কোন্দল করে এমন কি তালাকপ্রাপ্ত হয়ে ছোট ছোট শিশু বাচ্চা এতিম হয়ে গেছে। সেইসাথে পিতা-মাতা সস্তানকে মাদকের টাকা না দেওয়ায় এসব পিতা মাতাদের গালি গালাজ এমন কি মারপিট করে থাকে।তাই অনেক পিতা-মাতারা বাধ্য হয়ে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন তাদের সন্তানদের। কোনো কোনো পিতা-মাতা আবার তাদের সন্তানদের বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠাতে বাধ্য হন। এভাবে এসব পিতা-মাতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর অন্যদিকে আঙ্গুল ফুলে কলাগাছ যাচ্ছে মাদক ব্যাবসায়ীরা। তাই মাদক সম্রাট ও মাদক ডিলারের মূল হোতা কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. কবির আহম্মেদের ছেলে মো. আজমত আলীকে (৩৫) গ্রেফতারের দাবি স্থানীয়দের।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান