চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. শাহাদাত হোসেন মাসুদ।১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক তাঁর নতুন দায়িত্ব গ্রহণের পর জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।মতবিনিময় সভাটি সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।