সিলেটে আগুনে পুড়ল ৫ দোকান
সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ভয়াবহ আগুনে পুড়েছে ৫ দোকান। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।১০ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং শপ, রমজানের মোবাইল মেরামতের দোকান ও শংকরের সেলুন পুড়ে যায়। এছাড়া ভিত্রিখেল গ্রামের মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের ঘর, দোকান ও ওয়ার্কশপও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।ধারণা করা হচ্ছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।আগুনের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থানা পুলিশের যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।