বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মজিবুর রহমান গ্রেফতার
মো: অমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা) বরিশাল ব্যুরো: বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী মো. মজিবুর রহমান খানকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।৩ এপ্রিল সোমবার র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।৪ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় র্যাব-৮ বরিশাল সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানান র্যাব-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান (পিবিজিএম, পিএসসি)।সংবাদ সম্মেলনে লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, বরগুনা জেলার বেতাগী থানার ঝিলবুনিয়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মকবুল হোসেন হাওলাদার (৫০) ২৯ মার্চ সকাল ১০টায় তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পৌরসভাস্থ বাজারের ব্রীজের কাছে রেখে রিকশা আনতে যায়। কিছুক্ষণ পর রিকশা নিয়ে এসে আর মেয়েকে খুজে পাননি। পরে লোকজনের মাধ্যমে জানতে পারে যে, বেতাগী থানার খারাকান্দা গ্ৰামের মৃত মতিউর রহমানের ছেলে মো. মজিবুর রহমান খান তার মেয়েকে ফুঁসলিয়ে নিজ বাস ভবনে নিয়ে যায়। সেখানে তার মেয়েকে দুই দিন আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।মাহমুদুল হাসান আরও বলেন, এ ঘটনায় মকবুল হোসেন হাওলাদার বরগুনা জেলার বেতাগী থানায় মো. মজিবুর রহমান খানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে আসামি গ্রেফতার এড়াতে পালিয়ে ঢাকায় অবস্থান নেয়। এই মামলার প্রেক্ষিতে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি দল ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে।পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. মজিবুর রহমান খান ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে আরও জানায়, মেয়েটিকে সে আটকে রেখে যৌনবর্ধক ট্যাবলেট খেয়ে ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার বেতাগী থানায় হাস্তান্তর করা হবে।