ঘোড়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন এর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএনও রুবানা তানজিন।সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক আজিজার রহমান, গাফফার প্রধান, ফরিদুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি সুলতান কবির, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, সোহানুজ্জামান সোহান, রাফসানজানী শুভ, মনোয়ার বাবুসহ আরও অনেকে।মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতামত তুলে ধরেন। পরে নবাগত ইউএনও রুবানা তানজিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।