ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ঘোড়াঘাটে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২০০ (কম্বল) বিতরণ করেছে সেনাবাহিনী। ৮ জানুয়ারি বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে রংপুর এরিয়ার খোলাহাটি বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানসহ এলাকার গণ্যমান্য আরও অনেকে।