• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সকাল ০৮:০৯:৫৬ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেফতার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রসাশন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টরসহ হাতেনাতে এজাহার নামীয় দুজনকে আটক করে পুলিশ।এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহার নামীয় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সাথে অবৈধভাবে বালু উত্তোলন করার স্থান থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান