সিলেট ওসমানী হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সিলেট প্রতিনিধি: হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেট ওসমানী হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। ৪০ ঘণ্টা কর্মবিরতির পর কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন তারা।২৩ আগস্ট বুধবার বিকেল ৩টা থেকে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহার করে চিকিৎসকরা কাজে ফেরেন।এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার।তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে আমরা বুধবার বিকেল ৩টা থেকে কাজে যোগ দিয়েছি।এর আগে ২১ আগস্ট সোমবার হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন নগরের দক্ষিণ সুরমার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলা, নার্সদের হেনস্তা, চিকিৎসক ও নার্সদের কক্ষ ভাঙচুর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ।এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে। পরে ওইদিন রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব বাদী হয়ে আটক ওই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে মামলা করেন।