মণিরামপুরে উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: টানা বর্ষণে জলাবদ্ধতার শিকার যশোরের মণিরামপুর উপজেলার শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থা।৫ অক্টোবর শনিবার দুপুরে মণিরামপুরের ভবদহ অঞ্চলে শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণসামগ্রী বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার মেন্টর হাফিজুর রহমান বাবু, শিক্ষক সাইফুল আলম, শিক্ষক ভাস্কর ভাদুরি, শিক্ষক অরণ্য মল্লিক, স্বেচ্ছাসেবী শুভ, হাসিব, মেহবুব, তানভির, রাহুল, দেব, অন্তি, ইয়াসমিন, মিম প্রমুখ উপস্থিত ছিলেন।