• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:২৩:৩১ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:২৩:৩১ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি ঢাকায়, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অতিমাত্রায় সক্রিয় থাকায় সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আষাঢ়ের বিদায়ক্ষণে ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত শনিবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।১২ জুলাই শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৭ মে ২২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।রাস্তায় পানি জমে থাকায় কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতার ফলে মহানগরজুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন।এদিকে সকাল থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে ডুবেছে রাজধানীর ব্যবসা প্রতিষ্ঠানঘেরা এলাকা নিউমার্কেট। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত সড়কে জমে আছে বৃষ্টির পানি। আর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নিচু ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা।টানা বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মিরপুর, আগারগাঁও, শেওড়াপাড়া, গ্রিনরোড, শান্তিনগর, মিন্টুরোড, সেগুনবাগিচা, নয়াপল্টন, শান্তিনগর ফকিরাপুলসহ বিভিন্ন সড়কে হাটুপানি জমে গেছে। এসব এলাকার দোকানপাট ও বাসা-বাড়িতেও ঢুকেছে পানি।এতে বিপাকে পড়েছেন জরুরি কাজে বের হওয়া পথচারী ও খেটে খাওয়া মানুষ। দোকানপাটও খুলতে পারছেন না অনেকে।নগরবাসী বলছেন, বৃষ্টি হলেই জলবদ্ধতা রাজধানীর নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পেতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।