• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩১ রাত ১২:২২:১৯ (05-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩১ রাত ১২:২২:১৯ (05-Nov-2024)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামের ১৭ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: এক মাস টানা বৃষ্টিতে সড়কের বিটুমিন নষ্ট হয়ে পাথর উঠে গেছে নাটোরের বড়াইগ্রামের ১৭ কিলোমিটার। ফলে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সময় বিকল হয়ে পড়ছে মালামাল ও যাত্রীবাহী যানবাহন। ফলে বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। দশা বনপাড়া থেকে রাজাপুর পর্যন্ত বড়াইগ্রামের ১৭ কিলোমিটার এই রাস্তার দ্রুত সংস্কার চান যানবাহন মালিক, চালক, শ্রমিক ও যাত্রীরা।রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহনকারী ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান এই পথের চালকরা। ফলে ব্যাহত হচ্ছে দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তর অঞ্চলের স্বাভাবিক যোগাযোগ। ইজি বাইক চালক শামসুল বলেন, অতিদ্রুত এই রাস্তার সংস্কার দরকার, প্রতিদিন ছোট-বড় সড়ক দুর্ঘটনা হচ্ছে।ট্রাক ড্রাইভার শরিফুল আলম বলেন, সময়মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না বেশিরভাগ যানবাহন, রাস্তার এই বেহাল দশার কারণে যান্ত্রিক ত্রুটি লেগেই আছে। কিছু সময় গাড়ি রাস্তায় বিকল হয়ে থাকে ফলে মেরামতের প্রয়োজন হয়। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু জায়গায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামতের জন্য আবেদন জানাচ্ছি। সড়ক ও জনপথ বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার এশিয়ান টেলিভিশনকে জানান, বনপাড়া থেকে রাজাপুর পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না, তবে অতিদ্রুতই কাজ শুরু করা হবে।