পাবনায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
পাবনা প্রতিনিধি: পাবনায় শিশু হাফসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের গ্রেফতার এবং অবিলম্বে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।২৩ নভেম্বর রোববার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত হাফসার বাবা-মা ও স্বজনরা।হাফসার বাবা অভিযোগ করেন, ‘আমার মেয়েকে যারা নিষ্ঠুরভাবে ধর্ষণ ও হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’তিনি আরও দাবি করেন, আসামিরা পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব সরদারের আত্মীয়। ফলে কাউন্সিলর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং আসামিদের বাঁচাতে সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন।পরিবারের সদস্যরা বলেন, এখনো সব আসামি গ্রেফতার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মামলার সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন।সংবাদ সম্মেলনে শিশুটির পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।