দৌলতখানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখান সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।২৮জুলাই সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবানীপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সবাইকে সহায়তা দেওয়া হবে।”এ সময় উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক রাসেল কাজি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরিদ, সদস্য সচিব জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজ উল্লাহ ও সেলিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।