• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪০:৫২ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নৈমদ্দির হাট বাজার সংলগ্ন এলাকায় এ অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারের নেতৃত্বে একটি টিম এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার বলেন, চরপাতা ইউনিয়নের সিপন ও সবুজ দুই ভাই সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে আসছে। তাদেরকে নোটিশ দেওয়া হলেও কাজ বন্ধ করেনি। তাই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জমি উদ্ধার করেছি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান