• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:৪৪:০২ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

দৌলতখানে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।  এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।পরে এমপি মুকুল দৌলতখান উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।



দর্শনীয় স্থান

  • tes

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV