স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় জানাযা শেষে স্বামী রুবেল মন্ডল হত্যার বিচার চেয়ে আসামিদের ফাঁসির দাবি জানিয়ে সন্তান-এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্ত্রী রিমি আক্তার।
৮ মে বৃহস্পতিবার বাদ আসর আশুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পাড়াগ্রাম এলাকার জামিয়া রহমানিয়া আবেদিয়া মাদরাসার ঈদগাহ মাঠে মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডলের জানাযা সম্পন্ন হয়। এর আগে ৭ মে বুধবার বাসা থেকে ডেকে নিয়ে দেউল এলাকায় রুবেল মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, রুহুল মন্ডল পরপর দুইবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। এলাকায় তিনি একজন সুপরিচিত। তার ব্যবসা দখল নিতে ৫ আগস্টের পরে তার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়। পরে এই ব্যাবসা-বাণিজ্য দেখভাল করতে তার ছোট ভাই রুবেল মন্ডলকে দ্বায়িত্ব দেওয়া হয়।
বুধবার তাকে বাসা থেকে নিজ খামারে ডেকে নেয় আলা উদ্দীন আলো। পরে সেখানে আগে থেকে অবস্থান করা শান্ত, গরুর ডা. জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডল সহ অজ্ঞাত আরও ৬-৭ জন সন্ত্রাসী মিলে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর ওইদিন দুপুর ১২ টার দিকে আলা উদ্দীন আলোকে পুলিশ গ্রেফতার করে। অন্যদের অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান এলাকাবাসী। সেই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
এসময় নিহতের স্ত্রী রিমি আক্তারের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় খোরশেদ মন্ডল, জাকির হোসেন, কামরুল মন্ডল, মাহাবুব, মহর মন্ডল, পারভেজ ও আশরাফ হোসেনসহ কয়েশ’ স্থানীয় জনতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available