• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ সকাল ১১:২৪:৫১ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফয়জুল উলুম কেরাতুল কোরআন হাফিজিয়া ক্যাডেট মাদরাসার মাহফিল অনুষ্ঠিত

বদিউজ্জামান : ফয়জুল উলুম কেরাতুল কোরআন হাফিজিয়া ক্যাডেট মাদরাসার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও ৩য় বার্ষিকী ওয়াজ মাহফিল হালকায়ে জিকির আয়োজন করা হয়। রোববার দড়িকান্দি ও কলসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির দুনিয়া ও আখেরাতে শান্তি, কামিয়াবি ও সফলতা রেখেছেন একমাত্র ইসলামে দ্বীনের মধ্যে। মৃত্যুর পর প্রতিটি মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। তোমার রব কে, তোমার নবী কে এবং তোমার দ্বীন কী? ঈমানদাররা শুধুই কবরে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার রব আল্লাহ, নবী হযরত মুহাম্মদ (সা.) এবং দ্বীন হলো ইসলাম। এখানে দ্বীন বলতে, আল্লাহর নির্দেশিত জীবনব্যবস্থা বা ইসলাম ধর্ম। আল্লাহর হুকুম মেনে চলা এবং নবী করিম (সা.)-কে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ তায়ালা মানুষের দুনিয়া ও আখেরাতে সফলতা রেখেছেন ।মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন কেমন হবে ইসলাম তার নীতিমালা বর্ণনা করেছে। দুনিয়া-আখেরাতে মানুষের সুখ, শান্তি, সফলতা আল্লাহতায়ালা দ্বীনের মধ্যে রেখেছেন। সেই সঠিক ইসলামের পথে আশার আহবান করেন।হযরত মাওলানা আব্দুল গাফ্ফার শাহপুরী সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন হাফেজ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উজানী মাদরাসা মুহাদ্দিছ মুফতি মাহমুদুল হাসান কাসেমী।আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী মোতালিবুর রহমান, মুফতি তামিম হাসান কাসেমী  মুতামিম প্রমূখ ।মাহফিল সমাপ্তিতে সকল ধর্মপ্রাণ মুসলান ও কবরবাসীদের মাগফিরাত কামনাসহ অসুস্থদের  বিশেষ দোয়া করা হয়।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV