গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : প্রয়াত প্রবীণ সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার গজারিয়া প্রতিনিধি সাখাওয়াত সরকার ও মরহুম আব্দুল আজিজ মাহফুজ এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় গজারিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়নের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল আজম আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক সাখাওয়াত হোসেনের বড় ভাই সৈয়দ আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়, ভবেরচর ওয়াজ আলী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, আব্দুল গাফফার, গজারিয়া থানা প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা সাংবাদিক মো. শফিক ঢালী।অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল আজিজ মাহফুজ ও মরহুম সাখাওয়াত সরকার ছিলেন সাংবাদিকতার জগতে এক অনন্য আলোকবর্তিকা। এলাকাবাসীর সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তারা যুগান্তকারী ভূমিকা রেখেছেন। গণমানুষের কথা বলাই ছিল তাদের কাজের মূল লক্ষ্য। তাদের মৃত্যুতে গজারিয়ার সাংবাদিক সমাজ এক নিবেদিত প্রাণ সহযোদ্ধাকে হারালো।স্মরণসভায় বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন দুই প্রবীণ সাংবাদিক। তাদের কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গজারিয়ার উন্নয়ন, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গজারিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ও গজারিয়া থানা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মাহমুদ পারভেজ।গজারিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভায় স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।