• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৪:০২:৫০ (24-Nov-2025)
  • - ৩৩° সে:

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, পরিচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে এক নারী মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নাট্যপরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।২২ নভেম্বর শনিবার রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর ডিবি পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাসমত উল্লাহ।তিনি জানান, ঘটনার পর থেকেই পরিচালক নাসিরুদ্দিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের ফলে মামলার তদন্তে নতুন অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী মডেল। তিনি বলেন, মামলার অন্য দুই আসামিকে গ্রেফতার করা হলে তিনি আরও স্বস্তি পাবেন। অভিযোগ করেন, ঘটনাটির পর থেকে আসামিরা নিয়মিত তাকে মোবাইলে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনি ন্যায়বিচার চান।গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে তিনজন মিলে ওই নারী মডেলকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। শুটিংয়ের কথা বলে মিরপুর থেকে তাকে রিসোর্টে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে একটি কক্ষে আটকে রেখে পরিচালক নাসিরুদ্দিন, সহকারী আনোয়ার হোসেন বাবর ও আরেকজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে তাকে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।এ ঘটনায় পরিচালক মো. নাসিরুদ্দিন (৩৫), সহকারী মো. আনোয়ার হোসেন বাবর (৩২) এবং আরেকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। পরে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আবুল হাসেন, তিনি গ্রেফতার নাসিরুদ্দিনের সহকারী এবং স্থানীয় মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি রিসোর্ট দেখাশোনার দায়িত্ব পালন করতেন।