কালিয়াকৈরে মহাসড়কে ১৪ লাখ টাকা ছিনতাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটে গেছে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টালাবহ গ্রামের আফসার উদ্দিনের ছেলে এবং বিশিষ্ট ব্যবসায়ী আরফিন মঙ্গলবার সকালে জমি কেনার উদ্দেশ্যে ১৫ লাখ টাকা নিয়ে লতিফপুর দলিল লেখক সমিতির মো. মতিয়ার রহমানের অফিসে যান। জমির দলিল সম্পন্ন না হওয়ায় দুপুরে বড় ভাই আবির ও বোন জামাই আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে লতিফপুর জোড়া ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে হঠাৎ পিছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলের ওপর ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকারসহ সটকে পড়ে।কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”