• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২৯:১২ (19-Nov-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে গভীর রাতে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় এক যুবদল নেতার মালিকানাধীন ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।১৮ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই আগুন লাগে, যা গুদামের প্রায় সবকিছু পুড়িয়ে দিয়েছে। গুদাম মালিকের দাবি, এই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে সন্দেহ করছেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১২ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।গুদামের মালিক এবং শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ জানান, রাত ১২টার দিকে আগুন লাগে এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে থাকা সব ঝুট মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া গুদামে থাকা তিনটি গরুও আগুনে পুড়ে মারা গেছে। ঝুট গুদাম ও গবাদি পশুসহ প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কেউ ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান নিশ্চিত করেন যে, তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।