সড়ক দুর্ঘটনা রোধে গাজীপুরে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের জন্য ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাস্টার ট্রেইনার সার্টিফিকেশন কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।২১ ডিসেম্বর রোববার গাজীপুরস্থ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিসিটিআই) এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিএ-র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শহিদুল্লাহ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়ে বলেন, এই উদ্যোগের ফলে সড়কে শুধুমাত্র যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত চালক দ্বারাই গণপরিবহন ও মালবাহী মোটরযান চালনা নিশ্চিত হবে, যা সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বৈপ্লবিক ভূমিকা রাখবে।বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ম্যানেজার (ট্রেনিং) মোহাম্মদ মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিসি-র জেনারেল ম্যানেজার (ICWS ও ট্রেনিং) ফাতেমা বেগম এবং বিআরটিএ গাজীপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস এ মাহফুজুর রহমান।বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিআরটিএ এক ঐতিহাসিক নতুন যাত্রা শুরু করল, যেখানে এই মাস্টার ট্রেইনারগণ ভবিষ্যতে আরও দক্ষ ট্রেইনার তৈরি করবেন এবং নতুন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ৬০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ প্রদান করবেন। বাধ্যতামূলক এই প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে, যা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে কাজ করবে।