কালিয়াকৈরে দু’দফা ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা ছুটি শেষে বাড়ি ফেরার পথে ডাকাতরা গাছ ফেলে রাস্তা আটকিয়ে তাদের হাত পা বেঁধে মারধর করে সব কিছু নিয়ে যায়।এ ঘটনার পর রাতে মুরগি বোঝাই আরেকটি পিকআপ আটকিয়ে ২.৫ লক্ষ টাকা এবং পাঁচজনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ১৭ মার্চ উপজেলার কালামপুর সাহেবাবাদ রোডে এসব ঘটনা ঘটে।আহত শ্রমিকদের নাম এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয়রা জানায়, এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর সাহেবাবাদ রোডে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরায় সমস্যা দেখা দিচ্ছে।গ্রামবাসী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঈদের আগেই এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ডাকাতদের ধরার জন্য আমরা কাজ করছি।