• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৭:১৬:৩২ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

মাওনা চৌরাস্তায় 'মিলন এন্টারপ্রাইজ'-এর ২০তম শাখার উদ্বোধন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় সম্প্রতি ইনফিনিক্স (Infinix) অফিসিয়াল ফোনের একটি নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে।ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের তৃতীয় তলায় এই শোরুমটি মোবাইল ফোন ক্রেতাদের জন্য কিস্তি সুবিধাসহ অন্যান্য আকর্ষণ নিয়ে এসেছে।​এই নতুন শোরুমটি মিলন এন্টারপ্রাইজের ২০তম শাখা।প্রতিষ্ঠানটির অন্যান্য শাখাগুলোতে বিশ্বের নামীদামি ব্র্যান্ডের ফোন বিক্রি হলেও, মাওনা চৌরাস্তার এই বিশেষ শোরুমটি শুধুমাত্র ইনফিনিক্সের অফিসিয়াল ফোন বিক্রির জন্য উৎসর্গীকৃত।​শোরুম উদ্বোধন উপলক্ষে মিলন এন্টারপ্রাইজের কর্ণধার মিলন আহমেদ জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টার বাড়ি থেকে গাজীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি পর্যন্ত তারা মোট ২০টি শোরুম স্থাপন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, এই শোরুম থেকে মোবাইল ফোন কিনলে ক্রেতারা একাধিক মাসের কিস্তিতেও ফোন কেনার সুবিধা উপভোগ করতে পারবেন।