• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:১৫ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, ১২টি মোটরসাইকেলে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পেপার নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, প্রচারণা চলাকালে হঠাৎ করে হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ধানের শীষের প্রচারণায় ব্যবহৃত প্রায় ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে জ্বলে উঠলে প্রচারণায় থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, তানহা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী মজিবুর রহমান। তিনি বলেন, এ হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন, ১ নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি অন্তর হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সৈকত হোসেন, চন্দ্রা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, তুহিন, শিবলীসহ আরও অনেকে।তিনি আরও বলেন,এ ধরনের ন্যাক্কারজনক হামলা আমাদের গণতান্ত্রিক প্রচারণাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনী মাঠে শান্তিপূর্ণভাবে থাকব। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।