গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৩টায় ভবানীপুর ফকির মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ১৮৯ পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।আটকরা হলেন, জয়দেবপুর থানার ভবানীপুর (ফরিদ মার্কেট) এলাকার আব্দুল লতিফের ছেলে আতাউল্লাহ্ (২৬), ছাত্তারের ছেলে আরিফুজ্জামান সুরুজ (৩৫) ও ভৌরাঘাট এলাকার মৃত মজিবরের ছেলে রায়হান (২১)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় আব্দুল লতিফের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ১৮৯ পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।