• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:০৭:০৭ (26-Nov-2025)
  • - ৩৩° সে:

হাজী কাচ্চি বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর আলোচিত খাবারের হোটেল হাজী কাচ্চি বিরিয়ানিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বিরিয়ানি হাউজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন।এসময় তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবারের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এই অভিযান চলমান থাকবে।এর আগে, গত ১৪ নভেম্বর টঙ্গীর হাজী বিরিয়ানি হাউজের পঁচা, পোকাযুক্ত মাংসের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এসব বিরিয়ানি হাউজের খাবারের মান নিয়েও প্রশ্ন উঠে। এসব রেস্তোরাঁ বন্ধ করার দাবি জানান স্থানীরা।