• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:০৮:১৮ (21-Nov-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উফশী বোরো মৌসুমের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ। তিনি বলেন, ‘কৃষকই দেশের উন্নয়নের ভিত্তি। সরকার কৃষকদের আধুনিক কৃষি উপকরণ, উন্নত বীজ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে সবসময় আন্তরিক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা যেন বিনামূল্যে বীজ ও সার পেয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারে, সেজন্য সরকার নিয়মিতভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহম্মেদ সাত্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহাজ উদ্দিন প্রমুখ।অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে উন্নতমানের বোরো বীজ, ডিএপি ও এমওপি সার তুলে দেওয়া হয়।