• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ সকাল ১১:২৬:১০ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ সকাল ১১:২৬:১০ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

ইটনায় শর্ট সার্কিটের আগুনে গরু পুড়ে ছাই

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গোয়াল ঘরসহ ৪টি গরু পুড়ে ছাই।২৪ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব গ্রাম (মোল্লা পাড়া) জয়নব আলীর ছেলে শাহবাজ মিয়ার গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রতিবেশী নূরুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটলে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। সবাই ঘুম থেকে উঠে আগুন নিভাতে চেষ্টা করি। নিভাতে নিভাতে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শাহবাজ মিয়ার গোয়াল ঘরে ৪টি গরু, ২০ টা সারের বস্তা ছিল, ধান ছিল সব কিছু পুড়ে ছাই। আনুমানিক ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ইটনা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মুশফিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান