• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৫৩:২১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৫৩:২১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে পুনাকের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘মানবতা বোধ, জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে ১৩শ’ জন সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।এ সময় বক্তব্য রাখেন, পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা মীম, রাজশাহী রেঞ্জের ডি আইজি মো. আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর।এছাড়াও জেলার সকল থানার ওসিসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান