নাচোলে আমবাগান থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজু আহমেদ (২১) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৩ জুন সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের কুদ্দুস আলীর আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু নাচোলের শ্রীরামপুর গ্রামের মোতালেব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু পেশায় ভ্যানচালক। রোববার সকালে বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে রাস্তায় বের হন তিনি। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে পথচারীরা রাস্তার পাশে রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।নাচোল থানার ওসি মনিরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে মায়ের সঙ্গে তার কথা হয়। এরপর তিনি আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। সোমবার সকালে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে। নিহত ওই যুবকের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।