• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০১:২৫:২৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০১:২৫:২৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ডাবল মার্ডার বিষয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাবল মার্ডার ঘটনার অন্যতম ২ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১২ জানুয়ারি রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রদান করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ডিসেম্বর মাসে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তামিমসহ কয়েকজন কিশোরের মধ্যে নাচানাচি বিষয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় গ্রেফতার আসামী শাহীন তার পকেটে থাকা আপেল কাটা একটি ছুরি দিয়ে অন্ধকারে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান নামে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়।পরে নিহতদের পরিবার মামলা দায়ের করলে চলতি মাসের ১০ জানুয়ারি শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দের নেতৃত্বে এসআই মো. ফয়সাল হাসানের একটি চৌকষ টিম ঢাকা জেলার সাভার থেকে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার নামীয় ১ নম্বর আসামি জেলার নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকার তোফজুল হকের ছেলে শাহীন রেজা (২২) এবং মামলার ৭নং আসামি একই উপজেলা ও এলাকার আতাউর রহমানের ছেলে সামাদ আলীকে (৩০) ময়মনসিংহ জেলার ভালুকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশ সুপার আরো জানান, আসামিদের গ্রেফতারের পর আসামি শাহীনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে এলাকাবাসীর উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত আপেল কাটা চাকুটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এই মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও আসামি শাহীনের নামে পূর্বে কোনো মামলা নেই। আর এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান