• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ সকাল ০৬:০৬:১৭ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ সকাল ০৬:০৬:১৭ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

বিজয়নগরে রেলের জায়গা দখল নিয়ে সংঘর্ষ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে।২২ জুন রোববার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছিল। তারা পুকুরের লিজ নিয়ে রাখার দাবি করছেন। এর জের ধরে রোববার রেললাইনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ছেলে মেহেদী ও তার পক্ষের হুমায়ুন কবির নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মো. ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্য আহতদের জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান