• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই চৈত্র ১৪২৯ রাত ১২:১৪:০৭ (21-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

বিজয়নগরে নববধূর মরদেহ উদ্ধার

মো.সারুয়ার হাজারী, বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নববধূর মরদেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ। ১৫ মার্চ বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত নববধূ বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামে মৃত মর্তুজ আলীর কন্যা হুসনা আক্তার পুতুল (১৬) ।জানা যায়, গত চার মাস আগে হুসনা আক্তার পুতুলের উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মো. আল-আমীনের (২৩) সাথে বিবাহ হয়। বিবাহের পাচঁদিনের মধ্যে বাবার বাড়ি এসে স্বামীর বাড়িতে আর যাওয়া হয়নি।নিহতের পরিবার জানান,  রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে গেলে হঠাৎ মরনচিৎকার শুনতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।এ বিষয়ে বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের মর্গে প্রেরণ করি। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে । 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV