• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ ভোর ০৪:৫৭:৩৮ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ ভোর ০৪:৫৭:৩৮ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

পাঠ্যবইয়ের পাতায় কচুয়ার কৃতি সন্তান জিএম রাশেদ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি শিরোনামে সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ের ৩৩ নং পৃষ্ঠায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী চাঁদপুরের কচুয়ায় উপজেলার উজানী গ্রামের কৃতি সন্তান জিএম রাশেদের ছবি এনসিটিবি সংযুক্ত করায় কচুয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।১৫ জানুয়ারি বুধবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমাদ উল্লাহ, সদস্য ফখরুল উদ্দিন, কচুয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষ থেকে অনিক, মাছুম ও বিকেলে রহিমাধগর বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাছানাত মজুমদার ও সহ-সভাপতি জোবায়ের জিএম রাসেদকে ফুলের শুভেচ্ছা জানান‌।এ বিষয়ে রাশেদ বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বাধা প্রদানসহ নির্বিচারে গুলির প্রতিবাদ, ভোটাধিকার প্রতিষ্ঠা, হাসিনার মতো লেডি স্বৈরাচারের অপসারণের দাবিতে ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দিয়েছি। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে রাজপথে সক্রিয় ছিলাম। আন্দোলনের সময় ঢাবির টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার আর শাহবাগে উপস্থিতি ছিলো আমার।তিনি আরও বলেন, আমি খুবই গর্বিত! সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আমার ছবি দেখে চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস জানবে।উল্লেখ্য, শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি শিরোনামে সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ের ৩৩ নং পৃষ্ঠায় চাঁদপুরর কচুয়া উপজেলার কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী গাজী মো. রাশেদুল ইসলাম (জিএম রাশেদ) এর আন্দোলন চলাকালীন একটি ছবি যুক্ত করেছে এনসিটিবি কর্তৃপক্ষ। জিএম রাশেদ কচুয়া উপজেলার উজানী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গাজী মোহাম্মদ কবির হোসেন।