• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:২২:৩৭ (24-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:২২:৩৭ (24-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে পরিবহন মিস্ত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

২৩ মে ২০২৫ বিকাল ০৫:৫০:১৬

সাভারে পরিবহন মিস্ত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের ব্যাংক কলোনী এলাকায় মো. শাহীন (২৬) নামের পরিবহন মিস্ত্রিকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও মেহেদী হাসান আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

২৩ মে শুক্রবার সকালে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোতাছিম বিল্লাহ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ মে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় শাহীনকে গুলি করে হত্যার পর পালিয়ে যায় মেহেদী। এঘটনায় নিহতের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করলে পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মেহেদীকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ বলেন, মেহেদীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। গ্রেফতার মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দুপুরে থানায় হস্তান্তরের কথা রয়েছে।

তিনি বলেন, ঘটনার পরপর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। ফুটেজে দেখা যায়, সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যাচ্ছেন। তদন্ত করে জানা যায় সেই ব্যক্তিই মেহেদী হাসান। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী তিনি নিজেই।

এ ব্যাপারে সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খাঁন বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সরকারি সব অফিস খোলা থাকবে কাল
২৩ মে ২০২৫ রাত ০৮:০৪:৩২