রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
রংপুর ব্যুরো: রংপুরে জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ১১ সেপ্টেম্বর রংপুর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারদের মধ্যে, কোতয়ালী থানার ৩ জন, গংগাচড়া থানার ২ জন, তারাগঞ্জ থানার ২ জন, বদরগঞ্জ থানার ৩ জন, মিঠাপুকুর থানার ২ জন, পীরগঞ্জ থানার ৪ জন, পীরগাছা থানার ৪ জন ও কাউনিয়া থানার ৪ জন।তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন। এছাড়াও নিয়মিত, মাদকদ্রব্য ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইফতে খায়ের আলম জানান, মাদকদ্রব্য নিষ্পত্তিকরণের জন্য আমরা সবসময় নিরাসনে কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান সব সময় থাকবে। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে ধরতে পারলে কঠোর ব্যবস্থা করার কথাও জানান তিনি।