হাকিমপুরে ৩ নারীকে মারধরের অভিযোগ
হাকিমপুর, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে গাছ থেকে সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে তিন জনকে মারধর করার অভিযোগ উঠেছে। জানা জায়, শাহিদার ও তার বৃদ্ধ শাশুড়ি এবং ৯ মাসের অন্তসত্বা মেয়ে বৃষ্টি নাবালক ছেলেকে এনামুলের পরিবার লাঠি,সোঠা ও দেশিয় অস্ত্র দিয়ে মারধর করে।২১ মার্চ সোমবার ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাদুরিয়া গ্রামে। শাহিদার অন্তসত্বা মেয়ে ও শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করছেন ভুক্তভোগীর পরিবার।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এনামুলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি ও পারিবারিক বিরোধ চলে আসছিল একই গ্রামের তসলিম মন্ডলের পরিবারের সাথে। সোমবার দুপুরে শাহিদার শাশুড়ী ও ছেলে গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে গেলে পূর্বশত্রুতার জেরে এনামুলের পরিবারের লোকজন লাঠি,সোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এসময় তাদেরকে উদ্ধার করতে গেলে শাহিদা ও তার ৯ মাসের অন্তসত্বা মেয়ে বৃষ্টিকেও নির্মমভাবে নির্যাতন করেন। তাদের আত্বচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে নামুলের পরিবারে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির জন্য পাঠান।হাকিমপুর থানার এস আই সাদ্দাম হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। হাসপাতালে অফিসার পাঠানো হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।