• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৬ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৬ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সীমান্তে ৭ জন নারীসহ ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।২৯ জুলাই মঙ্গলবার দুপর থেকে বিকাল পর্যন্ত গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ৬ জন, সহড়াতলা সীমান্ত দিয়ে ৩ জন ও দৌলতপুর উপজেলার মথুরাপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ।কুষ্টিয়া ৪৭ বিজিবি’র দায়িত্বপূর্ণ কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।কাজিপুর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫/৪এস এবং ১৪৬ এর মাঝখান দিয়ে তাদের পুশইন করে।তিনি জানান, বাংলাদেশের এসব নারী পুরুষ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন জেলে ছিলেন। তাদের সাজা শেষ হওয়ার পর ভারতীয় বিএসএফ বাহিনী সীমান্তের ওপারে জড়ো করে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। তবে, পুশইন হওয়া এসব ব্যক্তি বাংলাদেশের কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।তবে এনিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান