• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ সকাল ১১:৫৮:০৪ (09-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ সকাল ১১:৫৮:০৪ (09-Dec-2023)
  • - ৩৩° সে:

গাংনীতে কৃষি প্রণোদনা বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।বিশেষ অতিথি ছিলেন মৎস্য অফিসার আব্দুল শহীদ ও গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো ইমরান হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফ চৌধুরী।এতে আরও উপস্থিত ছিলেন প্রণোদনা নিতে আসা বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান শেষে প্রণোদনার আওতায় গাংনী উপজেলায় ৩২০০ কৃষাণ-কৃষাণীর মাঝে ২ কেজি করে ৬.৪০ মেট্রিক টন ধানের বীজ বিতরণ করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান