সাঘাটা-ফুলছড়িতে আসসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার মানুষের ত্রাণ বিতরণ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় চরাঞ্চলের দরিদ্র ৫ হাজার মানুষের মাঝে আ-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর উদ্যোগে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।গোবিন্দপুর গ্রামে সোনামণি আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয় মাঠে ৫, ৬ ও ৮ সেপ্টেম্বর এই তিন দিনে নদী ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি তুহিন খান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মশিউর রহমান, শিক্ষক শাহ আলমসহ আরও অনেকে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ স্থানীয় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।