• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৫১:৩৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৫১:৩৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলার দাড়খোড় সীমান্ত দিয়ে আসা ভারতীয় এক চিতা বাঘের আক্রমণে এক কৃষকের গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে আক্রমণকারী বাঘটিকেও নদীতে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন এলাকাবাসী।১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন।পরে আবারও গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গরু খাওয়া শেষে বাঘটি পানি পান করতে নদীতে গিয়েছিল বলে এলাকাবাসীর ধারণা।পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে  বাঘটিকে  পাঠানো হবে বলে জানায় বন বিভাগ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান