• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:২৭:৫৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:২৭:৫৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

‘বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না’

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, ৫ আগস্টের আগে বিগত ১৫ বছর সারা বাংলাদেশ আতঙ্কের মধ্যে ছিল। যেটা আমরা কোনো সময় দেখিনি। এই আতঙ্কের মধ্য থেকে আমাদের দামাল ছেলেরা শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ মুগ্ধ এবং আরও যারা শহীদ হয়েছেন হাজার হাজার ছাত্র জনতাকে স্মরণ করে বলছি তারা বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাল্টে দিয়েছে। তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতার জন্য আমাদের ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে। এই স্বাধীনতা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে।২৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট আয়োজিত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে শাস্তি ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার মুহম্মদ নওশাদ বলেন, যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের নজরে আনেন। সেখানে যদি আমাদের দলের লোকেরাও জড়িত থাকে তাহলে আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না। তিনি আরও বলেন, যারা বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা বিঘ্ন করছে যেকোনো উপায়ে যেকোনো অপরাধের মাধ্যমে হোক আমাদের দলের সদস্য তারা হতে পারে না। যদি এমন কোনো ঘটনা আপনারা জানতে পারেন, আমাদের দলের কোনো লোক এর সাথে জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্ট আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক হরেন্দ্র নাথ ঘোষ অলেন বাবুর সভাপতিত্বে ও সদস্য হিরু রঞ্জন ঘোষের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আটোয়ারী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ কুমার রায় হিরু, শিক্ষক তারা মোহন বর্মন, অ্যাডভোকেট রাজেশ রায় প্রমুখ বক্তব্য দেন।এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলার রহমান জাহেদ, সদস্য সচিব কুদরত ই খুদা, সদস্য কাজী নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।পরে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান