মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ১৪ সেপ্টেম্বর রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো. নুরুজ্জামান এ আদেশ দেন।বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমাণিত হওয়ায়, আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। তবে এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঠাকুরগাঁও জেলার এসআই মো. ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে, বাদী নারাজি দেন। পরে বাংলাদেশ পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দেন আদালত।মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল করে গভর্নিং বডি অনুমোদন নেন। এর বিরুদ্ধে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম ২০২৩ সালের ২০ মার্চ আদালতে মামলা দায়ের করেন।মামলার বাদী আনছারুল ইসলাম জানান, অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল করে গভর্নিং বডির অনুমোদন নেন। ওই অবৈধ কমিটি দিয়ে মাদরাসায় উপাধ্যক্ষ আ. বাসেদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী, নিরাপত্তা প্রহরী নুর নবী ও আয়া পদে শাহানাজ পারভিনকে নিয়োগ দেন অধ্যক্ষ।লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো. রায়হান কবীর বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বোর্ডের প্রজ্ঞাপন জাল করে অধ্যক্ষ গভর্নিং বডির অনুমোদন নিয়ে যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।