• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২২:১৬ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২২:১৬ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

তালায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা, মা আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।২১ জুলাই সোমবার রাত ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ।নিহত যুবকের নাম হাবিবুর মোড়ল (২৫)। তিনি আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অকারণে ঝগড়া-বিবাদ করতো। ঘটনার রাতে হাবিবুর মোটরসাইকেল কিনে দেওয়ার জেদ ধরেন। এতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধরের জন্য তার (মা) ওপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে পারুল বেগম সেই অস্ত্রটি ছিনিয়ে নিয়ে আত্মরক্ষার্থে ছেলেকে আঘাত করেন।তিনি বলেন, আমি বাঁচার জন্যই বাধ্য হয়ে ওর হাতে থাকা অস্ত্রটি কেড়ে নিয়ে কোপ দিই। আমার ছেলেকে আমি মারতে চাইনি, কিন্তু সে আমাকে খুন করতে যাচ্ছিল।পরে পারুল বেগম ও নিহতের স্ত্রী শান্তা খাতুন মিলে হাবিবুরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন বলেন, ঘটনার পর নিহতের মা পারুল বেগমকে আটক করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান