সাতক্ষীরায় মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় চিহ্নিত চাঁদাবাজ এবং মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আল আমিন (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।২৭ অক্টোবর সোমবার বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আল আমিন সরদার জেলার পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।জানা যায়, ছাগল চুরি, মাদক কারবারি ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আল আমিন দীর্ঘদিন আগে নিজ গ্রাম থেকে বিতাড়িত হন। এরপর শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্মগোপনে ছিলেন।দেবহাটার পুষ্পকাটি এলাকার স্থানীয়দের অভিযোগ, আল আমিন সরদার এখানে ইয়াবা সেবন ও ভারতীয় নেশাজাতীয় ওষুধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন।এছাড়া সে নিজেকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জেলাজুড়ে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের। চাঁদাবাজি, মাদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, এলাকায় বারবার নিষেধ করা হলেও আল আমিন মাদক বেচা-কেনা বন্ধ করেনি। পুলিশের সোর্স হিসেবে সোমবার বিকেলে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার বলেন, ‘আল আমিন সরদারের বিরুদ্ধে দু’টি ওয়ারেন্ট ছিল। তবে কাগজপত্র যাচাই করে দেখা যায় তিনি জামিনে ছিলেন। তাকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি থানা পুলিশ আইনি ব্যবস্থা নিবেন।’পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ‘পাটকেলঘাটা থানার একটি মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।’সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান জানান, ‘সে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হবে। বর্তমানে পুলিশ হেফাজতে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’