• ঢাকা
  • |
  • রবিবার ৫ই শ্রাবণ ১৪৩২ সকাল ১০:০৮:১৬ (20-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই শ্রাবণ ১৪৩২ সকাল ১০:০৮:১৬ (20-Jul-2025)
  • - ৩৩° সে:

খুলনার যুবদল নেতা হত্যার আসামি গ্রেফতার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা থেকে গ্রেফতার করেছে পুলিশ।১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে তালা উপশহর এলাকার তালা মহিলা কলেজের পাশে আব্দুল বারির ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ  জানায় , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। মাত্র চার দিন আগে তিনি স্ত্রী ও শিশু সন্তানসহ ওই বাড়িতে ওঠেন। আত্মগোপনের জন্য তিনি ভিন্ন পরিচয়ে বাস করছিলেন বলে ধারণা করছে পুলিশ।গ্রেফতার রায়হান খুলনার দৌলতপুর এলাকার যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান