• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ রাত ০৮:২২:২০ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংক্রান্ত অনিয়মের দায়ে ৩টি হোটেল ও ১টি পান দোকানকে মোট ২ হাজার ১০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।২৯ ডিসেম্বর সোমবার বিকেলে বীরগঞ্জ পৌরশহরের রেজিস্ট্রার অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে নিউ চিটাগং গরুর মাংসের হোটেলকে ৫০০ টাকা, সাবেক চিটাগং গরুর মাংসের হোটেলকে ৫০০ টাকা এবং মঙ্গল চপ ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে একটি পান দোকানিকে সতর্কতামূলক ১০০ টাকা জরিমানা করা হয়।এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান