• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:২৫:৫৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:২৫:৫৯ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মিজানের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

খুলনা ব্যুরো: খুলনা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের দুর্নীতি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার বিকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাক্ষরিত এক দপ্তারাদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনে ডা. মিজানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে এই কমিটি গঠন করা হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।জানা যায়, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধাসহ উপজেলাবাসী বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। এক পর্যায়ে বেসরকারি টেলিভিশন মাইটিভির ক্যামেরার সামনে কথা বলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এজাজুর রহমান শামীম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শাওন হাওলাদার, দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা প্রতিনিধি প্রতাপ ঘোষ, মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলামসহ কয়েকজন ভুক্তভোগী। এ বিষয়টি নিয়ে শনিবার দুপুর আড়াইটায় ও বিকাল ৫টায় মাই টিভিতে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসেন খুলনার স্বাস্থ্য বিভাগ। ডা. মিজানের বিরুদ্ধে দুর্নীত ও অনিয়ম তদন্ত করার জন্য খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। যার দপ্তারাদেশ নং-৪৫.৪০.০০০০.০০২, তারিখ -১৫/০৯/২০২৪ । এ তদন্ত কমিটিতে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আঃ সালামকে সভাপতি , সাতক্ষীরা সদর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল ও সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনাকে সদস্য করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দপ্তারাদেশে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বলেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির কথা মৌখিক ভাবে অনেক শুনেছি।  তবে আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।  টেলিভিশনে  অনিয়ম ও দুর্নীতির সংবাদ আমি নিজেই টিভিতে দেখেছি। সেই সংবাদরে কপিও আমার কাছে আছে। এই নিউজ দেখেই সেটা তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের দুর্নীতি সংবাদ টিভিতে প্রচার হওয়ার পর মাইটিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিককে হুমকি দিয়েছে এই কর্মকর্তা। মিজানের ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে শিশিরের হোয়াটসঅ্যাপে শনিবার রাত ১০টা ২৪ মিনিটে এই হুমকি দেন তিনি। এ ঘটনায় শিশির রঞ্জন মল্লিক রবিবার খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং- ৯৯৯। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান