• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:১২:৩৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:১২:৩৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

সুজানগরে চাঁদা না দেওয়ায় ৩ নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে চাঁদা না দেওয়ায় তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ৭ সেপ্টেম্বর শনিবার রাত ১১টায় উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।এসময় এক বৃদ্ধসহ তিন নারীকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহতরা হলেন, শোলাকরা গ্রামের মৃত একেন মোল্লা স্ত্রী জনি বেগম, কালাম মোল্লা স্ত্রী জোসনা খাতুন ও সালাম মোল্লা স্ত্রী বুলু বেগম।এসময় তারা বলেন, সরকার পতনের পর থেকেই এলাকার চাঁদাবাজ রুহুল মোল্লা, শফি, মিঠু মোল্লা, জিয়া শেখ আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রাতে আমাদের বাড়ি ঘরে হামলা করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। চিৎকার চেঁচামেচি করায় এলাকাবাসী এগিয়ে আসলে চাঁদাবাজরা দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এদিকে কামালপুর ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমান পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান